*** ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। ১/১/এ, মীরবাগ, হাতিরঝিল, ঢাকা-১২১৭, ফোন: ৫৮৩১৩৮১৪, মোবা: ০১৭৮১১১৩৬৩৫, ওয়েব সাইট: jamiadarussunnah.com ইমেইল: jamiadarussunnah.com@gmail.com ***



সহ শিক্ষা ও সংস্কৃতি



প্রতিভা বিকাশ মূলক ছাত্র প্রশিক্ষণ প্রকল্প:


১ । কুতুবখানা বা গ্রন্থাগার।
২ । (ক) বাংলা বক্তৃতা প্রশিক্ষণ (খ) আরবী বক্তৃতা প্রশিক্ষণ
৩ । (ক) বাংলা সাহিত্য মজলিস (খ) আরবী সাহিত্য মজলিস
৪ । (ক) বাংলা দেয়ালিকা (খ) আরবী দেয়ালিকা

পরিচালনা ব্যবস্থাপনা:

মীরবাগ এলাকার দ্বীন-দরদী ভাইদের পক্ষ হতে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ৫৯ সদস্যের একটি শক্তিশালী নির্বাহী পরিষদের প্রত্যক্ষ পরিচালনা ও তত্ত¡াবধানে জামিয়ার প্রশাসনিক ও উন্নয়ন মূলক কাজ ও ব্যবস্থাপনা সম্পাদিত হয়। পরিষদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক পরিষদের আলোচনা সাপেক্ষে জামিয়া নির্মাণকাজ, মুহতামিম সাহেবের সুপারিশ ও রিপোর্টক্রমে শিক্ষক-কর্মচারী নিয়োগ ও বিদায়, বেতন-ভাতা নির্ধারণ, কাজের তদারকি, ছাত্র-শিক্ষকের থাকা-খাওয়ার সু-ব্যবস্থা ও আনুষাঙ্গিক অন্যান্য প্রশাসনিক কাজের তদারকি করেন এবং পরিষদের পক্ষ হতে কোষাধ্যক্ষ সকল আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণের দায়িত্ব পালন করেন।

একাডেমিক ব্যবস্থাপনা:

জামিয়ার সকল তা‘লীম-তরবিয়ত (একাডেমিক) কাজ পরিচালনার জন্য নির্বাহী প্রধানরূপে স-বেতনে সার্বক্ষণিক একজন মুহতামিম সাহেব নিযুক্ত আছেন। যিনি জামিয়ার ছাত্র-শিক্ষক ও কর্মচারীদের শৃঙ্খলা রক্ষা, তাদের নিয়োগ ও বিদায় সম্পর্কিত রিপোর্ট নির্বাহী পরিষদের সেক্রেটারী বরাবর পেশ করা, শিক্ষক-কর্মচারীদের দায়িত্ব বণ্টন, পর্যবেক্ষণ, ছাত্র ভর্তি, ক্লাস রুটিন তৈরি, পড়া-লেখার অনুকূল পরিবেশ গড়ে তোলা ইত্যাদি বিষয়ের দায়িত্ব পালন করে থাকেন। জামিয়ার শিক্ষকমন্ডলীর সহায়তায় ছাত্রদের তা‘লীম-তরবিয়ত ইত্যাদি বিষয়ে দায়িত্ব পালন সম্পর্কিত বিষয়াদি সম্পাদন করেন। জামিয়ার উচ্চস্তরের শিক্ষকদের সমন্বয়ে গঠিত “মজলিসে ইল্মী”র সহযোগিতায় অভ্যন্তরীণ সকল সমস্যার সমাধান করেন এবং প্রয়োজনে এসব বিষয়ে সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিষদের নিকট রিপোর্ট পেশ করেন। পদাধিকার বলে তিনি নির্বাহী পরিষদের সদস্য এবং জামিয়ার অভ্যন্তরীণ প্রশাসনের প্রধান।

ভবিষ্যৎ পরিকল্পনা:

▣ উচ্চতর গবেষণা কোর্স:

তাকমীলুল হাদীস উত্তীর্ণ হওয়ার পর ইলমুল কেরাত, উলূমুল হাদীস, তাখাস্সুস ফিল ফিক্হি ওয়াল ইফতা, ইলমুল কালাম, সীরাত, ইসলামী অর্থনীতি ও সমাজনীতি এবং ইসলামী দর্শন ইত্যাদি বিষয়ে বুৎপত্তি অর্জনের লক্ষ্যে তাখাস্সুস বিভাগ চালু করা।

▣ বয়স্ক শিক্ষাকোর্স:

কর্মজীবী ও পেশাজীবী মানুষদের জন্য অবসর সময়ে ইসলামী শিক্ষা অর্জন করার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সংক্ষিপ্ত কোর্সের একটি নৈশ ক্লাস চালু করা।

▣ সংক্ষিপ্ত নেসাব বা শর্টকোর্স:

দুর্বল ছাত্রদের জন্য দুরূহ বিষয় ও কঠিন কিতাবাদি বাদ দিয়ে একটি সহজ সংক্ষিপ্ত সিলেবাস প্রবর্তন।

▣ কারিগরি বিদ্যা বিভাগ:

দ্বীনি শিক্ষা অর্জনের পর একজন শিক্ষার্থীকে হালাল জীবিকা নির্বাহে সক্ষম করে তোলার লক্ষ্যে বিভিন্ন কারিগরি বিদ্যা ও হস্তশিল্পের প্রশিক্ষণ দান করা। যেমন: কম্পিউটার প্রশিক্ষণ, ড্রাইভিং, ইলেক্ট্রিসিটি, সেলাই ইত্যাদি।
৫. স্বতন্ত্র রচনা, গবেষণা ও প্রকাশনা বিভাগ চালু করা।
৬. লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্বতন্ত্র ছাত্রাবাস প্রতিষ্ঠা।