রাজধানী ঢাকার হাতিরঝিল থানাধীন মীরবাগ এলাকার বিশিষ্ট দানবীর ও ধর্মপ্রাণ ব্যক্তি, জনাব মুহাম্মাদ দলিল উদ্দিন সাহেবের ওয়াক্ফকৃত জমিতে ১৯৯৭ খ্রিস্টাব্দে এলাকার ধর্মপ্রাণ মানুষের হাত ধরে দ্বীনের বীজ বপণ করা হয়। কিছুদিন পর যা একটি মক্তবের রূপ ধারণ করে। সে মক্তবের ছত্রছায়ায় এক সময় গড়ে ওঠে বিশ্ববিখ্যাত দ্বীনি কেন্দ্র দারুল উলূম দেওবন্দ -এর অনুকরণে পরিচালিত সময়োপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান, আমাদের “জামিয়া দারুস সুন্নাহ ক্বাওমিয়া মীরবাগ, ঢাকা”।
প্রাথমিক পর্যায়ে ছোট্ট একটি ছাপড়া ঘরে মক্তবের মাধ্যমে হাফেজ মাওলানা হারুনুর রশীদ রহ. এর যাত্রা শুরু করেন। অতঃপর মাওলানা আব্দুল হামীদ রহ. -এর তত্ত্বাবধানে ধীরে ধীরে এর পরিধি বাড়তে থাকে এবং ডালপালা ছড়িয়ে পরিণত হয় বিশাল মহীরুহে। ক্রমান্বয়ে মক্তব থেকে হিফজখানা, অতঃপর কিতাব বিভাগের এক একটি শ্রেণীতে উন্নীত হতে থাকে জামিয়ার শিক্ষা বিভাগ। নিষ্ঠাবান, খোদাভীরু ও অভিজ্ঞ ওলামায়ে দ্বীনের রক্ত, ঘামঝরা অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে তা অগ্রসর হতে থাকে সম্মুখপানে। অবশেষে ২০২১ সালে জামিয়ার মুনতাজিমীন আসাতিজাদের অক্লান্ত মেহনত ও লিল্লাহিয়াতের বদৌলতে এক ঝাঁক তরুণ মেধাবী ছাত্র নিয়ে সূচনা হয় মাদরাসা শিক্ষার সর্বোচ্চ ক্লাস “দাওরায়ে হাদীস”। শুরু হয় জামিয়ার শিক্ষা সফলতার নতুন পথচলা, নতুনভাবে স্বপ্ন দেখা।
প্রতিষ্ঠালগ্ন থেকেই জামিয়ার ছাত্রগণ বিস্ময়কর কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড “বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ” -এ এবং সেই সাথে “আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ” -এ বরাবরই তারা ঈর্ষণীয় সাফল্য লাভ করে আসছে, আলহামদুলিল্লাহ। এ জামিয়া থেকে শিক্ষা সমাপনকারী ছাত্রগণ কর্মজীবনেও বহন করে চলছে গৌরবময় কৃতিত্বের স্বাক্ষর। জামিয়ার ছাত্ররা বাংলা ও আরবী ভাষায় প্রবন্ধ ও ছড়া-কবিতা লিখে সাহিত্যের অঙ্গনেও রেখে চলেছে বলিষ্ঠ ভূমিকা। বক্তৃতা, ওয়াজ-নসিহত এবং দাওয়াত ও তাবলীগের ময়দানে রয়েছে তাদের বলিষ্ঠ পদচারণা ও উজ্জ্বল কৃতিত্ব। এভাবেই আমাদের মীরবাগ জামিয়া তার অনিন্দ্য সৌন্দর্য প্রদর্শন করে আসছে। চলার পথের শত সহস্র বিপদ আর মরু সাইমুমের মোকাবেলা করে আজও দাঁড়িয়ে আছে আপন মহিমায় চিরভাস্বর হয়ে।