*** ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। ১/১/এ, মীরবাগ, হাতিরঝিল, ঢাকা-১২১৭, ফোন: ৫৮৩১৩৮১৪, মোবা: ০১৭৮১১১৩৬৩৫, ওয়েব সাইট: jamiadarussunnah.com ইমেইল: jamiadarussunnah.com@gmail.com ***



সিলেবাস

সিলেবাসের মূল ভিত্তি:


১ । কোরআনুল কারীম, আহাদীসে নববী, তাফসীর, ফিক্হ, ইতিহাস, সীরাত ইত্যাদি।
২ । বাংলা, আরবি, উর্দূ সাহিত্য ও ব্যাকরণ এবং প্রয়োজনীয় অন্যান্য ভাষাচর্চা।
৩ । প্রয়োজন পরিমাণ ইংরেজি, অংক, সমাজপাঠ, স্বাস্থ্যবিজ্ঞান ইত্যাদি চর্চা।
৪ । তুলনামূলক ধর্মতত্ত¡ ও মতবাদের অধ্যয়ন।
৫ । নেক আমল ও উন্নত চরিত্র গঠনের প্রশিক্ষণ।
৬ । বাক ও লিখনী শক্তির উন্মেষ সাধনের অনুশীলন।
৭ । দাওয়াত ও তাবলীগী কাজের অনুশীলন।
৮ । সমাজ সেবা ও জনকল্যাণ মূলক কাজের প্রশিক্ষণ।

বিভাগসমূহ:


১ । আবাসিক মক্তব বিভাগ।
২ । হিফজ বিভাগ।
৩ । কিতাব বিভাগ।

“কিতাব বিভাগ” জামিয়ার প্রধান ও বৃহত্তর বিভাগ। এ বিভাগ ৯টি শ্রেণীতে বিভক্ত। যথা:

ক. ইবতেদায়ী / তাইসীর
খ. মুতাওয়াস্সিতাহ (১ম বর্ষ) / মিজান
গ. মুতাওয়াস্সিতাহ (২য় বর্ষ) / নাহবেমীর
ঘ. মুতাওয়াস্সিতাহ (৩য় বর্ষ) / হেদায়াতুন্নাহু
ঙ. সানাবিয়্যাহ (১ম বর্ষ) / কাফিয়া
চ. সানাবিয়্যাহ (২য় বর্ষ) / শরহে বেকায়া
ছ. ফজিলত (১ম বর্ষ) / জালালাইন
জ. ফজিলত (২য় বর্ষ) / মিশকাত
ঝ. তাকমীল / দাওরায়ে হাদীস জামিয়া দারুস্ সুন্নাহ ক্বাওমিয়া (মাদরাসা ও এতিমখানা) -এর জামাত ভিত্তিক পাঠ্য কিতাব

ইবতেদায়ী (জামাতে তাইসির)
০১. তাইসিরুল মুবতাদী
০২. ফার্সি কি পেহলী
০৩. উর্দূ কি তেসরী কিতাব
০৪. তালিমুল ইসলাম (৪র্থ খন্ড)
০৫. নাজেরা ও নুজহাতুল কারী
০৬. ইতিহাস পাঠ (৫ম)
০৭. ভূগোল ও সমাজ পরিচিতি (৫ম)
০৭. আদর্শ বাংলা পাঠ (৫ম)
০৮. বাংলা ব্যাকরণ (৫ম)
০৯. প্রাথমিক গণিত (৫ম)

মুতাওয়াসসিতাহ - ১ম বর্ষ (জামাতে মিজান)
০১. মিজানুস র্সফ
০২. মুনশায়ীব
০৩. এসো আরবী শিখি (১-৩)
০৪. আত্তামরীনুল কিতাবী
০৫. বেহেশতী গাওহার
০৬. কাসাসুন নাবিয়্যিন
০৭. হেকায়াতে লতিফ
০৮. জামালুল কোরআন ও তিলাওয়াত
০৯. সাহিত্য সওগাত (৬ষ্ঠ)
১০. নি¤œ মাধ্যমিক গণিত (৬ষ্ঠ)

মুতাওয়াসসিতাহ - ২য় বর্ষ (জামাতে নাহবেমীর)
০১. নাহবেমীর
০২. শরহে মিয়াতে আমেল
০৩. ইলমুস র্সফ (৩-৪)
০৪. আল ফিক্হুল মুয়াস্সার
০৫. সিরাতে খাতামুল আম্বিয়া
০৬. রওজাতুল আদব
০৭. গুলিস্তা

মুতাওয়াসসিতাহ - ৩য় বর্ষ (জামাতে হেদায়াতুন নাহু)
০১. হেদায়াতুন নাহু
০২. কাফিয়া (বহ্সে ফেল ও হরফ)
০৩. নূরুল ইজাহ্
০৪. তরজমাতুল কোরআন (১৬-২০)
০৫. ইলমুস সীগাহ্
০৬. ফুসুলে আকবারী
০৭. মুয়াল্লিমুল ইন্শা
০৮. কাসাসুন নাবিয়্যিন (৩-৪)
০৯. তাইসিরুল মানতিক
১০. কালয়ুবী
১১. খেলাফতে রাশেদা

সানবী আওয়াল (জামাতে কাফিয়া)
০১. কাফিয়া
০২. শরহে জামী
০৩. উসুলুশ্ শাশী
০৪. তরজমাতুল কোরআন (২১-৩০)
০৫. মুখতাসারুল কুদূরী
০৬. দুরুসুল বালাগাহ
০৭. তালিমুল মুতায়াল্লিম
০৮. সুওয়ারুম মিন হায়াতিস্ সাহাবাহ
০৯. মিরকাত
১০. আল ফিয়াতুল হাদীস

সানবী সানী (জামাতে শরহে বেকায়া)
০১. শরহে বেকায়া (১-২)
০২. সিরাজী
০৩. নুরুল আনওয়ার (কিতাবুল্লাহ)
০৪. মুখতাসারুল মাআনী
০৫. মাকামাতে হারিরী
০৬. আত্ তরীক ইলাল ইন্শা
০৭. তরজমাতুল কোরআন (১-১৫)

ফযিলত আওয়াল (জামাতে জালালাইন)
০১. তাফসীরে জালালাইন (পূর্ণ)
০২. আল ফাউযুল কাবীর
০৩. হেদায়া (১-২)
০৪. নুরুল আনওয়ার (কিতাবুস্ সুন্নাহ)
০৫. রিয়াজুস্ সালেহীন
০৬. আকিদাতুত্ ত্বহাবী
০৭. মুসতলাহুল হাদীস

ফযিলত সানী (জামাতে মেশকাত)
০১. মিশকাত শরীফ (পূর্ণ)
০২. তাফসীরে বাইযাবী
০৩. হেদায়া (৩-৪)
০৪. শরহে আকায়েদ
০৫. নুখবাতুল ফিকার
০৬. তাহরিকে দেওবন্দ

তাকমিল (দাওরায়ে হাদীস/মাস্টার্স)
০১. সহিহ বুখারি
০২. সহিহ মুসলিম
০৩. সুনানে তিরমিযী
০৪. সুনানে আবু দাউদ
০৫. সুনানে নাসায়ী
০৬. সুনানে ইবনে মাজাহ্
০৭. শরহু মাআনিল আছার
০৮. মুয়াত্তা মালেক
০৯. মুয়াত্তা মুহাম্মাদ
১০. শামায়েলে তিরমিযী