*** ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। ১/১/এ, মীরবাগ, হাতিরঝিল, ঢাকা-১২১৭, ফোন: ৫৮৩১৩৮১৪, মোবা: ০১৭৮১১১৩৬৩৫, ওয়েব সাইট: jamiadarussunnah.com ইমেইল: jamiadarussunnah.com@gmail.com ***



বিশেষ আবেদন


আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
মুহতারাম / মুহতারামা,

জামিয়া দারুস সুন্নাহ ক্বাওমিয়া (মাদরাসা ও ইয়াতীমখানাটি ) বিশ্ব বিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দ মাদরাসার শিক্ষা কারিকুলাম অনুযায়ী পরিচালিত একটি খালিস দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আল্লাহ্পাকের অশেষ মেহেরবানী ও আপনাদের আন্তরিক দু'আ এবং সহযোগিতায় যা বিগত ২৪ বছর যাবৎ মক্তব বিভাগ, হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ ইবতেদাইয়্যাহ্ হতে দাওরায়ে হাদীস পর্যন্ত আবাসিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সূচারুরূপে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে মোট ছাত্র সংখ্যা ২০০ জন। এর মাঝে ১৬০ জন ছাত্রের থাকা-খাওয়া, চিকিৎসা, বস্ত্রাদি জামিয়ার লিল্লাহ ফান্ড থেকে ব্যবস্থা করা হয়। এতে প্রতিমাসে লিল্লাহ্ বোর্ডিং, স্টাফ খরচ ও অন্যান্য খাতে প্রায় ৫,৫০,০০০ (পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ব্যয় হয়ে থাকে। অতএব, মেহেরবানীপূর্বক দ্বীনের খাতিরে আপনাদের যাকাত, ফিতরা, মান্নত, কাফ্ফারা, কুরবানীর চামড়া বা উহার মূল্য ও বিভিন্ন দান-অনুদান গরীব, মেধাবী ও ইয়াতীম ছাত্রদের জন্য মাদ্রাসার লিল্লাহ্ ফান্ডে প্রদান করত: সদকায়ে জারিয়ার অশেষ নেকী হাসিল করুন ৷




ব্যাংক একাউন্ট নং :
সাধারণ তহবিল - ১৮০৩৩
লিল্লাহ বোর্ডিং তহবিল - ১৮০৩৪
ইসলামী ব্যাংক, মৌচাক শাখা, ঢাকা


আরজগুজার
আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি আতিকুর রহমান রাহমানী
প্রিন্সিপাল, অত্র মাদ্রাসা

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦